দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুলাই ২০১৫: আলকায়েদার সিরিয়া শাখাসহ বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান নগরী দারায় বৃহস্পতিবার নতুন করে অভিযান চালিয়েছে। তাদের ভাষ্য, এলাকার শুদ্ধতার জন্য এ অভিযান চালানো হয়েছে।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বিদ্রোহীদের জোট সাউদার্ন ফ্রন্ট এক টুইটার বার্তায় বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুষ্কৃতকারীদের কবল থেকে দারা প্রদেশ মুক্ত করার জন্য অপারেশন ‘স্টর্ম অব ট্রুথ’ চালানো হয়েছে।মানবাধিকরা সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, দারা নগরীর সরকার নিয়ন্ত্রত এলাকায় বৃহস্পতিবার সকালে সহিংস হামলা শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলা বিনিময় হয়।তিনি বলেন, বিদ্রোহীরা নগরীর উত্তরাঞ্চলে সরকারি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তবে তারা কোন ভবন এখনও দখল করতে পারেনি।আল কায়েদার সহযোগী আল নুসরা ফ্রন্ট ও অন্যান্য ইসলামী মিলিশিয়ারা দারা যুদ্ধে অংশ নিচ্ছে। তারা ২০১১ সালে আসাদ সরকারের বিরুদ্ধে বিপ্লব হিসেবে এ যুদ্ধ শুরু করেছে। এর প্রেক্ষাপটে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
রামি আব্দে রহমান জানান, হামলার সময় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ এক সামরিক কমান্ডার নিহত হয়েছেন।সাউদার্ন ফ্রন্ট সামরিক জোটের অংশ ফালুজা আল-হাউরান গ্র“পের প্রধান আবু হাদি আবুদ বৃহস্পতিবার নিহত হয়েছেন। দারা প্রদেশে একটি গোলা তার গাড়িতে এসে আঘাত হানে। এতে তার মৃত্যু হয়।আব্দেল রহমান বলেন, জুনে দারা অভিযান শুরু হওয়ার পর নিহত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্রোহী কমান্ডার হলেন আবু হাদি।সরকারি বিমান থেকে বিদ্রোহীদের অবস্থানের ওপর কমপক্ষে ২১ দফা বিমান হামলা ও ৩২ টি ব্যারেল বোমা ফেলা হয়েছে।বৃহস্পতিবার বিকেলের দিকে দারার ওয়েস্ট ঘারিয়া এলাকায় একটি ব্যারেল বোমা হামলায় দুই শিশুসহ ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দারা নগরীর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলায় তিন শিশু ও এক নারী নিহত হয়েছে।সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত কমপক্ষে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছে।