SAMSUNG CAMERA PICTURES

দৈনিকবার্তা-গাজীপুর, ২৪ জুলাই: গাজীপুরে রথমেলা সার্কাসের একটি হাতি শুক্রবার ব্যাপক তান্ডব চালিয়েছে। উত্তেজিত হয়ে হাতিটি কয়েকটি যাত্রবাহী টেম্পু ও লেগুনা ভাংচুর করেছে। এসময় হাতিটি একটি বড় সোলার বিদ্যুতের খুঁটিও হেলিয়ে ফেলেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর জেলা শহর জয়দেবপুরে গত শনিবার (১৮ জুলাই) থেকে শ্রীশ্রী মাণিক্যমাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে।

রথযাত্রা উপলক্ষে প্রতিবারের মতো এবারের রথমেলায়ও অন্যান্য দোকানপাট ও বিনোদনের পাশাপাশি সার্কাসের আয়োজন করা হয়। শুক্রবার দুপুর দেড়টার দিকে গোসল করাতে এলাকা দি লায়ন সার্কাসের সার্কাসের একটি পুরুষ হাতিকে পূর্ব চান্দনায় নেয়া হয়। এসময় হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে ওই এলাকায় ধীরাশ্রম-জয়দেবপুর রাস্তার পাশে দাড়িয়ে থাকা যাত্রীবাহী একটি টেম্পু উল্টে ফেলে দেয় এবং লেগুনাসহ তিনটি টেম্পু ভাংচুর করে।

এসময় হাতির মাহুতসহ আশপাশের লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সার্কাসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা হাতিটিকে শান্ত করার চেষ্টা করে ব্যার্থ হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোঠা নিয়ে হাতিটিকে ধাওয়া দিলে হাতিটি পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের গোরস্থানের ভিতর জঙ্গলে চলে যায়। পরে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। খবর পেয়ে চিড়িয়াখানার লোকজন প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আসে এবং দীর্ঘ সময় চেষ্টার পর সন্ধ্যা পৌণে ৬টার দিকে হাতিকে নিয়ন্ত্রণে এনে ওই জঙ্গল থেকে বের করে আনা হয়। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লেগুনা চালক তারা মিয়া জানান, তিনি সিটি কর্পোরেশনের বাসন এলাকা থেকে ছাগল নিয়ে পার্শ্ববর্তী হাটে আসেন। হাটে ছাগল নামিয়ে দিয়ে লেগুনাটি পানি দিয়ে পরিষ্কার জন্য ওই স্থানে রাখা হয়েছিল। পরে হাতিটি এ ঘটনা ঘটায়।

দি লায়ন সার্কাসের হাতির পরিচালক (মাহুত) মোঃ মাসুদ মিয়া জানান, হাতিটিকে গোসল করাতে ওই এলাকায় আনা হয়েিেছল। হঠাৎ প্রাকৃতিক কারণে শারিরিক উত্তেজনায় হাতিটি এ ঘটনা ঘটিয়েছে। জয়দেবপুর থানার এসআই আঃ হামিদ জানান, সেক্সচুয়্যাল উত্তেজনার কারনে হাতিটি হঠাৎ উত্তেজিত হয়ে যানবাহন ভাংচুর করলেও কেউ হতাহত হয়নি।