doinikbara

দৈনিকবার্তা-সাতক্ষীরা, ২৪ জুলাই ২০১৫: সাতক্ষীরা জেলার আশাশুনিতে শিশু-কিশোর মেডিকেল ক্যাম্প পরিচালনা করে দুই শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিত্‍সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে৷ উপজেলার শোভনালী ইউনিয়নের গোঁদাড়া আমিনা রহমান এতিমখানার উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়৷

এতিমখানায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যনত্ম দিনব্যাপী চিকিত্‍সা সেবা অনুষ্ঠানে চিকিত্‍সা প্রদান করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম এর সহযোগি অধ্যাপক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ আহসান উলস্নাহ আল-বাকী (এমবিবিএস, ডিসিএইচ, এমআরসিপি, লন্ডন)৷প্রতিষ্ঠানের উন্নতিকল্পে নামমাত্র ৩০ টাকা ফি দিয়ে নাম নিবন্ধনকৃত ১৩৬ জন রোগি এবং নিবন্ধন বহির্ভূত আরও ৭০ এর অধিক রোগীকে চিকিত্‍সা প্রদান করা হয়৷এদের মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়৷ হেলথ কেয়ার ও এসকেএফ বিনামূল্যে ওষুধ সরবরাহ করে৷এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একরামুল করিম ও আব্দুস সবুর৷ চিকিত্‍সা সেবা চলাকালে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন৷