সুরঞ্জিত

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুলাই ২০১৫: দেশে গণতন্ত্র এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপিকে সংঘাত ও বিভ্রান্তির রাজনীতি পরিহার করতে আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।বিএনপিনেত্রীর উদ্দেশে তিনি বলেন, এবার আসুন, আমরা একটি নতুন সূচনা করি। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় সুরঞ্জিতের এ মন্তব্য। নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত আলোচনায় বলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমের সম্পাদকদের ডেকে বলেছেন- এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসটি সার্বজনীনভাবে পালন করা যায় কিনা।

এ বিষয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়ার সহযোগিতা চেয়ে তিনি বলেন, তিনি অন্তত ১৫ অগাস্ট তার ওই মিথ্যা জন্মদিনটি পালন না করে যদি বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসটি সার্বজনীনভাবে পালনে সাহায্যে করেন, তাহলে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় একধাপ এগিয়ে যাব। আমরা সংঘাতমূলক রাজনীতি থেকে সমঝোতার রাজনীতিতে আরেকধাপ এগিয়ে যাব। আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে অমলিন ও সমুন্নত রাখার জন্য একটি সমঝোতার ভিত্তি খুঁজে পাব।বিএনপি পেট্রোল ও ককটেল বোমার রাজনীতি’ থেকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে এসেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, দলটি এখন বিভ্রান্তির রাজনীতি থেকেও ফিরে আসবে বলে তিনি আশা করেন।সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি বক্তব্য দেন।