দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুলাই ২০১৫: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৫ আগস্ট প্রতিবছর ভুয়া জন্মদিন পালন করেন। আশা করি এবার তা থেকে বিরত থাকবেন এবং অতীতে এ দিনে জন্মদিন পালন করার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মধ্যম আয়ের দেশ বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মিথ্যা জন্মদিন থেকে ফিরে আসুন। কেক কাটা বন্ধ করুন। একটা মানুষের চারটি জন্মদিন কীভাবে হতে পারে। পৃথিবীর উন্নত কোনো দেশ হলে চারটি ভুয়া জন্মদিন থাকার অভিযোগে ফৌজদারি মামলা হতো তার বিরুদ্ধে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ আরও বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আপনার জন্মদিন না হওয়া সত্বেও ভুয়া জন্মদিনের কেক কেটেছেন। আমরা আশা করি, এ বছর এই গর্হিত কাজ থেকে আপনি বিরত থাকবেন। এতো দিন যা করেছেন, তার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এটা শেখ হাসিনার অর্জন। আমরা আশা করেছিলাম, এই অর্জনের জন্য বিএনপি জাতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি সরকারকেও অভিনন্দন জানাবে। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতায় পরাজিত হওয়ায় হীনমন্যতার জায়গা থেকে সরকারকে তারা অভিনন্দন জানায়নি।তবে জাতিকে অভিনন্দন জানাতে পারতো।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমআর মনজু। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।