দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুলাই: ফাঁকা রাস্তা।গাড়ির বেপরোয়া গতি।অহরহ দূর্ঘটনা ।ঝরছে একের পর এক প্রাণ। রক্তাক্ত হচ্ছে সড়ক মহাসড়ক ও রেলপথ। সারাদেশে পৃথক দূঘটনায় প্রাণহানি ঘটেছে ৩০ জনের ।এর আগে বৃহস্পতিবার সারাদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। তার আগে ঈদের ৩ দিনের ছুটিতে সড়ক দূঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের জীবন কেড়ে নেয়। ফলে দূর্ঘটনা কবলিত ব্যক্তির পরিবারের ঈদ আনন্দ নিমিষেই ম্লান হয়ে যায়।শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতসহ নানা দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন।
ঢাকা: রাজধানীর কাঁচপুর ব্রিজে বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় মুজিবুর রহমান (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী।নিহতের ভাতিজা আহত মো. ফারুক জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে কালিন্দী থেকে ভুলতা গাউসিয়া এলাকায় যাওয়ার পথে কাঁচপুর ব্রিজে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন।পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবুরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহেল রানা (৩২) নামে পুলিশের স্পেশাল ব্যাঞ্চের এক কনস্টেবল নিহত হয়।দুপুর ২টায় কারওয়ান বাজার বিআরবি ক্যাবলের এমআরএস ভবনের কাছে রাস্তায় মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত। পরে ঢামেকে আনা হলে তার মৃত্যু হয়।অপরদিকে, ভোর ৫টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে বাস চাপায় নাসরিন আক্তার (১৯) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ২ জন।
ঈদের ছুটি শেষে নাসরিন বরিশালের হিজলা উপজেলার গ্রামের বাড়ি থেকে লঞ্চে তার ভাইকে নিয়ে ভোরে সদরঘাট আসেন। পরে বাসে করে টঙ্গীর উদ্দেশে রওয়ানা দেন। বিশ্বরোডে এসে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে ডিভাইডারে উপর তুলে দিলে কয়েকজন ভয়ে জানালা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় বাসের চাকা নাসরিনের ওপর ওঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান ও ২ জন গুরুতর আহত হন।এছাড়াও কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়া এলাকায় সকাল ৮টায় বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন।
মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার ম্যালকাই নামক স্থানে একটি লোকাল বাসের সাথে বরিশাল থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ১০ জন।পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা ‘মায়ের দোয়া’ পরিবহনের সাথে কাওড়াকান্দিগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর ১ জন নিহত এবং ১০ আহত হয়। আহতদের মাদারীপুর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো পটুয়াখালীর বাউফলের বগা গ্রামের রাজিব খান (২৫) ও একই এলাকার রিয়াজ খান (৩০)। বাকীদের এখনো পরিচয় নিশ্চত হওয়া যায়নি।
এই ঘটনায় জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস জানান, এই ঘটনায় নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা দেয়া হবে। যারা ঘটনার সাথে জড়িত তাদের খুজে আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসন এবিষয় তৎপর থাকবে।কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, ‘নিহতদের মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। যাদের সনাক্ত করা হয়েছে তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বাকী মৃতদেহ মাদারীপুর মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালী: বাউফলের কালিশুরী ইউনিয়নের ধলাপাড়া গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ও দুই মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাগেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে ওই গ্রামের আবদুল হাই (৫৫) তার ঘরের পিছনে পুকুরে মাছ ভাসতে দেখে তা তুলতে গিয়ে পুকুরে পরে থাকা বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হন। এ দৃশ্য দেখে তার মেঝ মেয়ে দিনা বেগম (২৫) ও ছোট মেয়ে মৌ (২২) এগিয়ে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হন।
এসময় আবদুল হাইর ভগ্নিপতি ইব্রাহিম সিকদার (৬০) ওই তিন জনকে উদ্ধার করতে গিয়ে এলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা জানান, আবদুল হাইর ঘরের পাশে বিদ্যুতের খুটি থেকে একটি তার ছিড়ে পুকুরের পরে গিয়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। যা, তারা কেউই জানত না। একই পরিবারের চার জনের মর্মান্তি মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ খবর পেয়ে বাউফলের ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ জামান ও বাউফল থানার ওসি আজম মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় আজ কাভার্ড ভ্যানের সাথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম জানিয়েছেন।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, নিহত দুজনের মধ্যে লেগুনার চালক সাইদুর রহমান (২০), যাত্রী মনি (২৫) ও অজ্ঞাতপরিচয় দুই পুরুষ রয়েছেন। আহতরা সবাই লেগুনার আরোহী। ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে লেগুনার চালকসহ ৩জন ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত পরিচয় আরেক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।আহতদের মধ্যে ছমির হোসেন (২৮), মামুন (২৫), কুদ্দুস (২৫), ফখরুল ইসলাম (৩৫), এনামুল হক (৩০) ও আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের লাশ শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি মাইক্রোবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান বুলু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহুনী বাজার এলাকায় এ দুর্ঘটনায় ভটভটিচালক ও অপর এক যাত্রী আহত হয়।এরআগে সকাল ১০টার দিকে একই উপজেলার তালুক এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু মূসা ও মাইক্রোবাসচালক আহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শুক্রবার দুপুরে বজ্রপাতের পৃথক ঘটনায় উচ্চবিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও এক গৃহবধু সহ দুই জন নিহত ও অন্তত: একজন আহত হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ও.সি) ফিরোজ আহমেদ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপর সাড়ে বারটা থেকে দুইটা পর্য়ন্ত বজ্রপাতের ঘটনাগুলি ঘটে। এসময় উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের আড্ডা এলাকায় নিজ বাড়ীর ছাদে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় সোনাবর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন মুকুল (৪৫)।
প্রায় একই সময় বাড়ীর উঠোনে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে নিহত হন একই ইউনিয়নের যুগিপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী সোনা বেগম (৪০)। এ সময় তার স্বামী রফিকুল ইসলাম আহত হলে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলেও জেলা শহর সংলগ্ন আতাহার এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় রানা নামের সতের বছর বয়সের এক কিশোর ট্রলি চালক। এ সময় সাথে থাকা তার মামা গুরুতর আহত হয়। এর পরপরই শহরের নয়নশুকা এলাকায় বজ্রপাতে তিনজন নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ইদানিং জেলা ব্যাপী বজ্রপাতে হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় আতংকিত হয়ে পড়ছে মানুষ।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতরাতে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে গেলে মহিলাসহ ২জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের শাহানুল বেগম (৩০) ও নীলফামারীর কিশোরগঞ্জের রোকনুজ্জামান (২৫)।মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী তিতাস এন্টারপ্রাইজের মিনিবাসটি রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সোহাগপাড়ায় এসে পৌঁছায়। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মিনিবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে মিনিবাসের যাত্রীরা আহত হন। আহতদের আর্তচিৎকারে ও খবর পেয়ে আশপাশের স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ, মির্জাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।পরে শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহানুল ও রোকনুজ্জামান মারা যান।পুলিশ জানায়, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, টাঙ্গাইল শহরের বাইপাস দরুন এলাকায় বাস চাপায় সেলিম মিয়া (২৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তি সদর উপজেলার দরুন এলাকার সিরাজ মিয়ার ছেলে।শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রবাহী দ্রুতগতির বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর বাইপাস দরুন এলাকায় মোটর সাইকেল চালক সেলিম মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীর গুলিতে বাবু (৩২) নামে প্রতিপক্ষ এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার রাত ১১টায় ফতুল্লা থানার টাগারপাড় এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাবুর মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামরুল হাসান সাংবাদিকদের জানান, প্রায় ২ মাস আগে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার পর থেকে পরিবহন শ্রমিক নেতা জিলানীর ছেলে সন্ত্রাসী রফিক পলাতক ছিল।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সে এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে এলাকায় প্রবেশ করে। প্রতিপক্ষ বাবু তার কয়েকজন সহযোগীসহ রফিকের মোটরসাইকেলের গতিরোধ করে। তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে রফিক বাবুর শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই বাবু লুটিয়ে পড়ে। রফিক তার সহযোগীসহ এলাকা ছেড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় বাবুকে নিয়ে নগরীর খানপুরে ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবু ওই এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র।
উল্লেখ্য, ফতুল্লার টাগারপাড় এলাকায় ৩০টি গার্মেন্টসের পরিত্যক্ত কাটা কাপড়, এলাকায় মাদক ব্যবসা ও প্রাধান্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবত দুটি সন্ত্রাসী গ্র“পের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। ঝিনাইদহ: শিয়াল মারার জন্য তৈনি করা বৈদ্যুতিক ফাঁদের পড়ে ঝিনাইদহে আসিফ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত আসিফ হোসেন ওই উপজেলার কলমনখালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিশু আসিফ আড়ুয়াকান্দি গ্রামের শাহিনের পোল্টি ফার্মে মুরগি কিনতে যায়। ওই ফার্মের শিয়ালের হাত থেকে মুরগি রক্ষার জন্য বৈদ্যুৎতিক তার দিয়ে ফাঁদ পেতে রেখেছিলো। সেখানে আসিফ অসাবধানবশত বৈদ্যুৎতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শেরপুর:শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় কাশেম মিয়া (৪০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।শুক্রবার দুপুর সাড়ে ১২টার ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম উপজেলার থানারোড এলাকার মৃত লুৎফর মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঝিনাগাতী থেকে ঢাকাগামী এস আর ট্যাভেলসের একটি বাস আহম্মদনগর এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী কাশেম মিয়া (৪০) মারা যান। আহত হন ৪ জন। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন
নীলফামারী:সকাল ৯টার দিকে নীলফামারী শহরের কলেজ স্টেশনের কাছে হাড়োয়া এলাকায় ট্রাক্টর উল্টে আইয়ুব আলী (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়।সকালে হাড়োয়া এলাকায় ট্রাক্টর চালক আইয়ুব জমি চাষ করছিলেন। চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় ওঠার সময় ট্রাক্টর উল্টে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বেলা সাড়ে ১১টার বাসের চাপায় নাসির উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই আরোহী।নাসির ও আহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে গৌরনদী থেকে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৌরনদীর কটকস্থলে ঢাকামুখী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে বাসটি নাসিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ: সকাল ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাসের চাপায় বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনার পর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয়রা ওই সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সব ধরনের যানবহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে ফের যান চলাচল শুরু হয়।
ফেনী : ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদপুর ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ফেনী শহরতলীর ফতেহপুর রেলক্রসিং অতিক্রমকালে অসাবধানতা বসত চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মেসবাউল আলম ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।