52107_salma_thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুলাই ২০১৫: সোনাবন্ধু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী-সালমা।সম্প্রতি সোনাবন্ধু তুই আমারে করলি দিওয়ানা শিরোনামের এ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তারা। এ ছাড়া সালমার কণ্ঠে কি জ্বালা দিয়ে গেলা মনে ওকি ও বন্ধ কাজল ভোমরারে শিরোনামের দুটি গানের রেকডিংও শেষ হয়েছে। বারী সিদ্দিকী আরো কয়েকটি গানে কণ্ঠ দিবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব, চিত্রনায়িকা পপি ও পরীমনি। এ ছাড়া আরো অভিনয় করছেন আনোয়ারাসহ অনেকে।সিনেমাটির পরিচালক জাহাঙ্গীর আলম সুমন বলেন, তিনটি গানের রের্কডিং শেষ হয়েছে। অন্যান্য গানের রের্কডিং খুব শিগগিরি করব। গত ৬ জুন থেকে টাঙ্গাইলের প্রথম লটের শুটিং শুরু করেছি। আগামী মাসে দ্বিতীয় লটের শুটিং শুরু করব।’শুভ টেলিফিল্মস’র ব্যানারে নির্মিতব্য এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ম. ম. রুবেল। বারী সিদ্দিকী ও সালমা ছাড়াও অন্যান্য গানে কণ্ঠ দিবেন কণ্ঠশিল্পী মমতাজসহ আরো অনেকে।