Oldest Quoran fragments found in Birmingham University (2)

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুলাই ২০১৫: এখন থেকে প্রায় ১ হাজার ৩৭০ বছর আগে হাতে লেখা পবিত্র কোরআন শরিফের কয়েকটি পৃষ্ঠা উদ্ধার হয়েছে। যুক্তরাজ্যের বারমিংহাম বিশ্ববিদ্যালয়ে কোরআনের এই পৃষ্ঠাগুলো পাওয়া গেছে।বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।বয়স নির্ণয়ের রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে, উদ্ধার হওয়া কোরআনের পৃষ্ঠাগুলো ১ হাজার ৩৭০ বছর আগেকার। এই হিসাবে হাতে লেখা প্রাচীনতম যেকোনো একটি কোরআন শরিফের পৃষ্ঠা এগুলো, যা আজো টিকে আছে।বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় শত বছর ধরে মুসলিমদের পবিত্রতম গ্রন্থের পৃষ্ঠাগুলো পড়ে ছিল, যা সম্পর্কে গ্রন্থাগারিকরা তেমন কিছুই জানতেন না।ব্রিটেনের গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ দ্য ব্রিটিশ লাইব্রেরির একজন বিশেষজ্ঞ মোহাম্মদ ইসা ওয়ালি জানিয়েছেন, এই ‘রোমাঞ্চকর আবিষ্কার’ মুসলিমদের উদ্বেলিত করবে।বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে মধ্যপ্রাচ্য থেকে সংগৃহীত বই ও দলিলপত্রের সঙ্গে সংরক্ষিত ছিল প্রাচীনতম কোরআনের পৃষ্ঠাগুলো।