Obama's trip raises security concer

দৈনিকবার্তা-ওয়াশিংটন, ২৩ জুলাই ২০১৫ : কেনিয়া সফরসূচির অনেক খুঁটিনাটি দিক প্রকাশ হয়ে যাওয়া সত্ত্বেও ওবামার পূর্ব আফ্রিকা যাওয়ার বিষয়ে কোন পরিবর্তন আনা হবে না। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন। ওবামার কেনিয়া সফরের বিস্তারিত দিক ফাঁস হয়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আর্নেস্ট বলেন, সফরসূচিতে পরিবর্তন আনার যথেষ্ট কারণ নেই। তিনি বলেন, প্রেসিডেন্টের সফরসূচির বিস্তারিত দিক আড়ালে রাখা খুবই কঠিন। তবে এ ক্ষেত্রে বিস্তারিত সবকিছুই প্রকাশ হয়ে পড়েনি। তিনি আরো বলেন, কেনিয়া যাওয়া আর ইরাক, আফগানিস্তানের মতো কোন যুদ্ধাঞ্চলে যাওয়া এক কথা নয়। যুদ্ধাঞ্চলের সফরসূচির বিস্তারিত কঠোরভাবে গোপন রাখা হয়।উল্লেখ্য, ওবামা প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম কেনিয়া সফরে যাচ্ছেন।