পূর্ব-পশ্চিম নাট্যোৎসবে রক্তকরবী

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুলাই ২০১৫: কলকাতার নাট্যদল পূর্ব-পশ্চিম আয়োজিত নাট্যোৎসবে আমন্ত্রণ পেলো প্রাঙ্গণেমোরের ‘রক্তকরবী’। এজন্য তারা ভারত যাচ্ছে আগামী ৩১ জুলাই। এর পরদিন ১ আগস্ট কলকাতার একাডেমী অফ ফাইন আর্টস মিলনায়তনে এর প্রদর্শনী হবে। তার আগে আগামী ২৬ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে নাটকটির মঞ্চায়ন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। রক্তকরবী’তে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, শুভেচ্ছা, মনির, শুভ, সুজয়, চৈতী, সোহাগ।