boko-haram-bomb-thepress

দৈনিকবার্তা-আবুজা, ২৩ জুলাই ২০১৫ : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী গোম্বের দুটি বাস স্টেশনে বুধবার অন্তত দু’টি বোমা বিস্ফোরণ ঘটেছে।  রেডক্রসের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছে। এর আগে ওই দিন নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছে। গত সপ্তাহে গোম্বের একটি বাজারে বিস্ফোরণে অন্তত ৪৯ জন নিহত হয়। ওই হামলার জন্য বোকো হারাম জঙ্গিদের দায়ী করা হয়। মে মাসে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতা গ্রহণের পর থেকে ইসলামপন্থী সংগঠনটি হামলা জোরদার করেছে। সংগঠনটি প্রায়ই নাইজেরিয়ার উত্তরাঞ্চলকে টার্গেট করে।  এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন বুধবার সন্ধ্যার হামলার দায়িত্ব স্বীকার না করলেও বোকো হারাম এর আগে নগরীর বাস স্টেশনগুলোতে হামলা চালায়। গোম্বে হামলায় বিপুল সংখ্যক লোক আহত হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তিনি বাস স্টেশনে ৩০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।