doinikbarta-enu

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুলাই ২০১৫: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের ক্যান্সার বহনকারী নেতা-নেত্রীদের সমাজ থেকে বাদ দেয়ার বিকল্প নেই৷তিনি বৃহস্পতিবার দুপুরে ‘বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস-২০১৫’উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনস্ আয়োজিত সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন৷

বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনস্-এর সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরম্নল হাসান খান এবং বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক আবু সফি আহমেদ আমিন৷বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনস্ এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান ‘বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস এবং বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন৷তথ্যমন্ত্রী নিজেকে আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদ অস্ত্রোপচারে নিয়োজিত ‘সামাজিক সার্জন’ রূপে বর্ণনা করে বলেন, ক্যান্সারের শেষ চিকিত্‍সা হিসেবে সার্জনরা যেমন অস্ত্রোপচার করেন, তেমনি নিরাপদ সমাজ ও সুস্থ রাজনীতির জন্য জঙ্গি-সন্ত্রাস নিমর্ূল করা রাজনীতিকদের দায়িত্ব৷

হাসানুল হক ইনু এসময় ‘ঘাড়-মাথা-গলার ক্যান্সারে’র প্রধান কারণ মদ, তামাক ও গুল সেবন এবং ক্ষতিকর খনিজ ও রাসায়নিক দ্রব্য শ্বাসের সাথে গ্রহণের পেশাগত আপদ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে সরকারের পাশাপাশি গণমাধ্যম এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের প্রতি ধারাবাহিক প্রচারাভিযানের আহ্বান জানান৷মন্ত্রী বলেন, প্রাথমিক অবস্থায় ক্যান্সার চিহ্নিত হলে যে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য সে বিষয়ে প্রচার বৃদ্ধি করলে তা বিপুল সংখ্যক মানুষের প্রাণরক্ষায় সাহায্য করবে৷প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধান অনুসারে মানুষের স্বাস্থ্যরক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে উলেস্নখ করে মন্ত্রী বলেন, দেশব্যাপী ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করা, জেলা হাসপাতালগুলোর শষ্যাসংখ্যা বৃদ্ধি, খিলগাঁও এ ৫০০ শষ্যার হাসপাতাল স্থাপন ও বিভিন্ন হাসপাতালে ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছে সরকার৷স্বাস্থ্যখাতে আরো উন্নয়নের জন্য অধিক অর্থ বরাদ্দের পাশাপাশি রাজনৈতিক শানত্মিকে আবশ্যক বর্ণনা করে রাজনৈতিক শানত্মির ছাতার তলে গণমুখী স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে জঙ্গি-সন্ত্রাস নিমর্ূল করার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন তথ্যমন্ত্রী৷