????????????????????????????????????

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জুলাই ২০১৫: জিয়াঅরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে হাজিরা দিতে বকশীবাজার যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদার আইনজীবী বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোটকেট মাসুদ আহমেদ তালুকদার।তিনি বলেন,আদালতে হাজিরা দিতে আগামীকাল সকাল ৯টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেবেন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হবেন তিনি।এই মামলায় সর্বশেষ গত ৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে হাজিরা দেন।উল্লেখ্য, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দু’টি মামলা ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে বিচারাধীন।২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। অন্যদিকে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়।