দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২১ জুলাই, ২০১৫ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া শুধু হুমকি-ধামকি দেন। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, পাচারকারী ও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জাতির পিতার সমাধী সৌধের বেদীতে পুষ্পামাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মহা আন্দোলনের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া শুধু হুমকি-ধামকি দেন, লম্ফ-ঝঁম্প দেন, যে আন্দোলনে মানুষের ভূমিকা থাকে না, তা আন্দোলনে রূপ নেয় না। তার হুমকি-ধামকি সার। উনি এ রকমই চিন্তা করেন, অনেক কিছুই স্বপ্ন দেখেন। আমাদের জনগন এগুলো পছন্দ করেন না, জনগনই এটা প্রতিহত করবে।
স্বরাষ্ট্র মন্ত্রী বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে বলেন, তাদেরকে দেশে ফিরে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর খুনীদের বের করে আনার জন্য আমাদের একটি কমিটি রয়েছে। যে যেখানে রয়েছে সে দেশের আইন অনুযায়ী ফিরিয়ে আনার প্রচেষ্ঠা নিয়েছি।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সমুদ্র পথে মানব পাচারকারীদের পাচারকারী না বলে প্রতারক উল্লেখ করে বলেন, এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি যারা জীবনের ঝুঁকি নিয়ে এ পথে পা বাড়ায় তারা যাতে এ পথে আর না যায় সে বিষয়ে সচেতনতা বিষয়ক প্রচারনা চালানো হবে।
তিনি আরো বলেন, মধ্য প্রাচ্যসহ বিভিন্ন দেশে যাতে অল্প টাকায় সহজেই কর্মসংস্থানের জন্য মানুষ যেতে পারে-তার ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে সরকার টু সরকার এবং ব্যবসায়ী টু ব্যবসায়ীরা বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে কাজ শুরু হয়েছে।সারা দেশকে ওয়াই ফাই এ সংযুক্তি করা প্রসঙ্গে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেন, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের দূর্নীতি এবং অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা হবে। ৯০ দিনে একটি মহা পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি এরই মধ্যেই দেশবাসী পরিবর্তন দেখতে পারবেন।
মোনাজাত পরিচালনা করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস, এম, মাহফুজুল হক নুরুজ্জামান। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোঃ খলিুলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।