বেতন-বোনাসের দাবিতে কলকারখানা পরিদর্শকের কার্যালয় ঘেরাও কর্মসূচি

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুলাই, ২০১৫ : বকেয়া বেতন বোনাসের দাবিতে প্রধান কলকারখানা পরির্দশকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি ঘোষণা করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।সোয়ান গার্মেন্ট শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে গত ৮ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বেতন-ভাতা বঞ্চিত শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।

মঙ্গলবার সকালে প্রধান কলকারখানা পরিদর্শকের কার্যালয় ঘেরাও এবং বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘেরাও করা হবে বলেও কর্মসূচিতে বলা হয়। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান সংগঠনের নেতারা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ১৩০০ শ্রমিকের বেতন- বোনাসের ব্যবস্থা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। ঈদের আগ থেকে আমরা দাবি আদায়ে আন্দলন করে আসছি। সরকার বা বিজিএমইএ কেউ আমাদের কথায় কর্ণপাত করছে না। আমরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেবো। দাবি আদায় করেই ছাড়বো।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ১৩০০ শ্রমিকের বেতন বোনাসের ব্যবস্থা না করে আপনি কিভাবে ঈদ করেন। এই শ্রমিকদের ন্যায্য দাবি পূরন না হলে পরণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনসহ শ্রমিক নেতৃবৃন্দ এবং সোয়ান গার্মন্টের বেতন-ভাতা বঞ্চিত শ্রমিকরা।