দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুলাই, ২০১৫ : ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে নিজের কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী সোমবার সকাল দশটায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন।কার্যালয়ের পৌছে শেখ হাসিনা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ঈদুল ফিতরের জন্য গত ১৭ থেকে ১৯ জুলাই ছুটি ছিল।
ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্র,শনি ও রবি এই তিনদিন ছিলো সরকারি ছুটি। ঈদের ছুটি শেষে সোমবার যথারীতি খোলে সব সরকারি অফিস আদালত। সোমবার সকাল দশটায় সরকারি বাসস্থান গণভবন থেকে তেজগাঁয়ে তার কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন তিনি।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, অফিসে আসার পর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী এবং তাদের খোঁজখবর নেন।