lodgeproblems

দৈনিকবার্তা-গাজীপুর,১৯জুলাই ২০১৫ : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী আবাসন সঙ্কটে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ছাত্রীনিবাসের ব্যবস্থা থাকলেও ছাত্রদের জন্য নেই কোনো সুব্যবস্থা। ফলে বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছেন না বলে জানা গেছে। এদিকে মেয়েদের থাকার জন্য হল থাকলেও তা ছাত্রী সংখ্যার অনুপাতে অপর্যাপ্ত। এ ছাড়া ছাত্রীদের হলগুলোতে খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, আমাদের খাবারের মান উন্নতির জন্য ছাত্রীনিবাসে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুফল পাওয়া যায়নি। যে কারণে বেশিরভাগ মেয়েদের বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মেস কিংবা ফ্ল্যাট ভাড়া করে থাকতে হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থীর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্থানীয় বাড়িওয়ালারা ফ্ল্যাট কিংবা মেসের অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিশ্ববিদ্যালয় এলাকা ফুলেরটেক ও নলামে গ্যাসের ব্যবস্থা না থাকা সত্ত্বেও প্রতি বছর ভাড়া বাড়ছে সমান হারে। অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকায় ছাত্রদের জন্য ৫০ সিটের একটি ছাত্রাবাস থাকলেও ছাত্রাবাসটিকে থাকার অযোগ্য বলে মনে করছেন অনেকেই। অবকাঠামোর দিক থেকে ছাত্রাবাসটি একেবারে নিম্নমানের। তাই সেখানে থাকতে নারাজ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, এ মুহূর্তে আমাদের ছাত্রদের জন্য হলের কোনো পরিকল্পনা নেই। আমরা আগে মেয়েদের হলের কাজ শেষ করব। তারপর ছেলেদের হলের কাজ শুরু হবে।