দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুলাই ২০১৫ : মেয়েদের ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রায় ২২ বছর ধরে রাখা টিকে থাকা বিশ্বরেকর্ড ভেঙেছেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবা। শুক্রবার রাতে মোনাকো ডায়মন্ড লিগে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৪ বছর বয়সী দিবাবা। বেইজিংয়ে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে আগের রেকর্ডটি গড়েছিলেন চীনের কু ইয়ুনশিয়া।দিবাবা তিনটি অলিম্পিক স্বর্ণজয়ী ও ৫ হাজার মিটারে বিশ্বরেকর্ডের মালিক তিরুনেশ দিবাবার ছোট বোন।
ছেলেদের ১ হাজার ৫০০ মিটারে সেরা হয়েছেন কেনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন আসবেল কিপরপ। ৩ মিনিট ২৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে ইতিহাসের তৃতীয় দ্রুততম সময়ে দৌড় শেষ করেছেন তিনি।সতীর্থ টাইসন গেকে পেছনে ফেলে ছেলেদের ১০০ মিটারে ৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।