দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুলাই ২০১৫ : দেশবাসীকে ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। শনিবার বঙ্গভবনে ঈদ উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।রাষ্ট্রপতি আবদুল হামিদ উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বলেছেন, ঈদুল ফিতর একটি শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনে সকলের একসঙ্গে কাজ করা শিক্ষা দেয়। এ উৎসব উপলক্ষে ধনী-দরিদ্র, অভিজাত ও সুবিধাবঞ্চিত সহ সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে মিলিত হয়।
শনিবার সকালে বঙ্গভবনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, এই দিনে ধনী-দরিদ্র, অভিজাত ও সুবিধাবঞ্চিত সহ সকল মানুষ একই কাতারে দাঁড়ান এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। তাই, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনে ঈদুল ফিতরের তাৎপর্য অনন্য।রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর পতœী রাশিদা খানম উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, মহনগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কূটনীতিকদের জন্য সংবর্ধনার আয়োজন করেন।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য প্রতীক। বাংলাদেশে প্রতিটি সামাজিক ও ধর্মীয় উৎসব সকলের উৎসবে পরিণত হয়। কারণ, ধর্মমত নির্বিশেষে সকল মানুষ এতে যোগ দেয়।আবদুল হামিদ বলেন, মাসব্যাপী রোজা পালন শেষে খুশীর বার্তা নিয়ে ঈদুল ফিতর আমাদের সামনে হাজির হয়।
স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এসকে সিনহা, মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রতিমন্ত্রীগণ,চীফ হুইপ অন্যান্যের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।এছাড়া,সুপ্রীম কোর্টের বিচারকগণ, প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সচিববৃন্দ, সম্পাদকবৃন্দ, শিক্ষাবিদবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ,ব্যবসায়ী প্রতিনিধিগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।রাষ্ট্রপতি ও তাঁর পতœী অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাঁদের সমৃদ্ধ জীবন কামনা করেন।