অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দৈনিকবার্তা-নড়াইল, ১৮ জুলাই ২০১৫ : দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলের জন্য দোয়া চেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার সকাল ৮টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের সঙ্গে ঈদ করতে শুক্রবার স্ত্রী-সন্তান নিয়ে নড়াইল যান মাশরাফি। আগামী রোববার ঢাকায় ফিরবেন দেশসেরা এই পেসার।

নামাজ শেষে মামা মো. নাহিদের বাড়ির দিকে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসীর অনুপ্রেরণা আর সকলের প্রচেষ্টায় আগামীতে বাংলাদেশ দল টেস্ট ম্যাচসহ সকল ম্যাচে আরও ভালো খেলবে ইনশাল¬াহ।তিনি বলেন, “আজকের দিন মা-বাবা, স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধবদের সাথে আনন্দ করে সময় কাটাবো। আশা করছি পরিবার পরিজন নিয়ে আপনাদের সময়ও ভাল কাটবে।সকালে মাথায় টুপি, সোনালি রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা আর কালো স্যান্ডেল পরে ঈদগাহে যান মাশরাফি।

ঈদের নামাজ শেষে মুসলি¬, আত্মীয়-স্বজনসহ বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মাশরাফি পৌর কবরস্থানে প্রয়াত আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করেন। পরে কথা বলেন ক্রিকেটভক্ত ও অনুরাগীদের সঙ্গে। ভক্তদের আবদারে কারো কারো সঙ্গে ছবিও তোলেন। গত কয়েক মাসে ওয়ানডে ক্রিকেটে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ, যার জন্য অধিনায়ক মাশরাফির নেতৃত্বের প্রশংসা হচ্ছে।পাকিস্তানকে হোয়াইটওয়াশ; এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সফলতা এখন বিশ্বব্যাপী আলোচনায়।