রেলমন্ত্রী মুজিবুল হকদৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুলাই ২০১৫ : দীর্ঘদিন থেকে আলসারে ভোগা রেলমন্ত্রী মুজিবুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। শনিবার সকালে সিঙ্গাপুরে নেয়া হয় তাকে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন।তিনি বলেন, শনিবার ভোররাত ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে মন্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করা হয়।মুজিবুল হকের সঙ্গে তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা এবং মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন।হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে রেলমন্ত্রীকে স্থানীয় মুন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয় তাকে।মন্ত্রী আলসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল জানান।এর আগে কুমিল্লার মুন হাসপাতালের পরিচালক রইস আব্দুর রব জানিয়েছিলেন, মন্ত্রী মুজিবুল হক আলসারের সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাদের হাসপাতালে আসেন।আলসারের কারণে উনার ইন্টার্নাল ব্লিডিং হচ্ছিল। এখানে এক ব্যাগ রক্ত দেওয়া হয়।পরে রাত ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।

মন্ত্রী মুজিবুল হকের (৬৮) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গত বছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।এদিকে শনিবার গণভবনে ঈদের শুভেচ্ছ বিনিময়কালে বক্তব্যে রেলমন্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, রেলে ঈদযাত্রা নির্বিঘœ করতে প্রচুর পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী। উনি চিকিৎসাধীন আছেন। আপনারা উনার জন্য দোয়া করবেন।