দৈনিকবার্তা-চ্যাট্টানুগা (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ২০১৫: যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের দুটি সামরিক কেন্দ্রে বৃহস্পতিবার ২৪ বছর বয়সী এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ৪ মেরিন সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, এই ঘটনাকে ‘অভ্যন্তরণী সন্ত্রাসবাদ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলাকারীর নাম মোহাম্মদ ইউসুফ আব্দুলাজিজ (২৪)। হামলা চালানোর পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিজেও নিহত হয়। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এরা হচ্ছেন- এক পুলিশ কর্মকর্তা, এক মেরিন সৈন্য নিয়োগকর্তা ও নৌবাহিনীর এক নাবিক। যে দুটি ভবনে হামলা চালানো হয় এদের দূরত্ব সাড়ে সাত মাইল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই গোলাগুলির ঘটনাকে ‘মর্মস্পর্শী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নিহতদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের জন্য প্রার্থনা করার জন্য আমেরিকানদের কাছে আবেদন করেন। টিনিসির মার্কিন ফেডারেল প্রসিকিউটর বলেন, এই ঘটনাটিকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঘটনা’ হিসেবে দেখা হবে। আব্দুলাজিজ একজন মুসলিম। সে চ্যাট্টানুগার একটি উপকণ্ঠে বাস করতো। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সে কুয়েতে জন্মগ্রহণকারী একজন মার্কিন নাগরিক। সে চ্যাট্টানুগার টেনিসি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি লাভ করে।