দৈনিকবার্তা-নয়াদিল্লী, ১৭ জুলাই ২০১৫: প্রেমের প্রতীক তাজমহলে আত্মহত্যার চেষ্টা চালালো এক প্রেমিক যুগল। ধর্মের কারণে প্রেমে ব্যর্থতা। আর সে ব্যর্থতা থেকে জীবন উৎসর্গের সিদ্ধান্ত। কিন্তু অসহায় যুগল তাতেও সফল হতে পারলো না। ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট অসীম চৌধুরী জানান, বুধবার তাজমহলের সামনে দাঁড়িয়ে মেয়েটি প্রথমে তার গলা কেটে ফেলে। তারপর ছেলেটিও একই কাজ করে। পরে পুলিশ তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
ছেলেটির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিন্দু ও মুসলিম হওয়ার কারণে তারা অভিভাবকের কাছ থেকে কোনভাবেই বিয়ের সম্মতি পাচ্ছিলো না। নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়। তরুণ যুগল শেষপর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, মুঘল সম্রাট শাজাহান ১৭ শতকে স্ত্রী মমতাজ মহল স্মরণে প্রেমের অমর নিদর্শন তাজমহল নির্মাণ করেন। ভারতে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র এই তাজমহল।