দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জুলাই ২০১৫ : সুস্থ সুন্দর ও আনন্দময় বিনোদন চর্চ্চার ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরে হুমায়ূন আহমেদের একটি নাটক ও একটি টেলিফিল্ম প্রচার করবে একমাত্র চ্যানেল আই। ‘তিথির নীল তোয়ালে’ নামের এই নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। তিথির নাম ভূমিকায় এ নাটকে অভিনয় করেছেন একবারে নতুন মুখ যোহরা ইতিশা। আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মীর সাব্বির, ঝুনা চৌধুরী, নৌমিতা দাস প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭.৫০ মিনিটে। টেলিফিল্ম ‘প্রিয় পদরেখা’ পরিচালনা করেছেন মোহাম্মদ ইব্রাহীম। এ টেলিফিল্মে অভিনয় করেছেন ইরেশ যাকের, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, শবনম ফারিয়া, মুনিরা মিঠু, নুসরাত, ইয়ান হুয়া, জুয়েল রানা প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ২.৩০ মিনিটে।
ঈদেন আগের দিন থেকে সপ্তম দিন সন্ধ্যা ৬.১০ মিনিটে প্রচার হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ৮ পর্বের ধারাবাহিক ‘রাগ করে মাঙামাটি’। চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি এ ধারাবাহিকে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।
চ্যানেল আইয়ের সাত দিনব্যাপি ঈদ অনুষ্ঠানমালায় আরো থাকছে ১৩ নাটক ও ১১ টেলিফিল্ম। যাদের নাটক কিংবা টেলিফিল্ম দেখা যাবে তারা হলেন- রাবেয়া খাতুন, আবুল হায়াত, সালাউদ্দিন লাভলু, ফেরদৌস হাসান, আনিসুল হক, রেজানুর রহমান, মাহফুজ আহমেদ, বৃন্দাবন দাস, গীতালি হাসান, রবিন খান, আরিফ খান, আকরাম খান, মোস্তফা কামাল রাজ, কৌশিক শংকর দাশ, সাগর জাহান, শাহনেওয়াজ কাকলী, ইফতেখার আহমেদ ফাহমি, ডি এ তায়েব, শামীম শাহেদ প্রমুখ।