দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৬ জুলাই ২০১৫: ঈদ মৌসুমে দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার জনগুরুত্বপূর্ণ গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন কিশোরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি এই নির্দেশ দিয়েছেন৷
ডিআইজি মো. হুমায়ুন কবির জানান, ঈদ উপলক্ষে মানুষ ঘরে ফিরবে বলে মহাসড়ক যানজট মুক্ত রাখতে জেলা পুলিশকে আগেভাবেই সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছিলো৷ অথচ বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণাঞ্চলের সাথে সড়কপথে যোগাযোগের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী এলাকায় বিআরটিসির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে৷ বাসটি মহাসড়কের উপরে পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়৷ এতে প্রায় একঘন্টা মহাসড়কের দু’পাশ্বর্ে শত শত যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টির ফলে ঈদ মৌসুমে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷ দীর্ঘসময়ে যানজট নিরসনে গৌরনদী থানা পুলিশ কোন উদ্যোগই গ্রহণ করেনি৷ খবর পেয়ে তিনি বরিশাল থেকে ঘটনাস্থলে গেলেও সেখানে কোন থানা পুলিশ উপস্থিত ছিলেন না৷ এজন্য দায়িত্ব অবহেলার কারণে গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে৷ তিনি আরও জানান, এর মধ্যদিয়ে ঈদ উপলক্ষে জনতার নিরাপদে গন্তব্যে পেঁৗছতে এবং তাদের নিরপাত্তা দিতে অন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সতর্ক হওয়ার পাশাপাশি সঠিক দায়িত্ব পালন করবে৷