সারাদেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত ২২

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুলাই ২০১৫: সারাদেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে ২২ জন নিহত হয়েছে।রাজশাহীর মোহনপুর, পুঠিয়া ও পবায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার কলেজ শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।আহত ব্যক্তিদের মধ্যে ১০জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাটে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁরা হলেন, কেশরহাট ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন (৪৫), মহব্বতপুর গ্রামের ইয়াকুব আলী (৪০) ও আমরাইল গ্রামের আকবর হোসেন (৪৩)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই ভটভটির যাত্রী ছিলেন।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকাল সাড়ে ৬টার দিকে মতিহার থানার কাটাখালি পৌরসভার কুখন্ডি বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় রিকশা ভ্যান উল্টে পাঁচজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয়নাল (৩৫) নামের এক যাত্রী মারা যান। তিনি ভ্যানে ছিলেন। আহত অপর ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। পুঠিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফজলুল হক জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ফাঁড়ির সামনে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে রাজশাহীগামী কাপড়বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন।

নগরের রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক খবির উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা সদরের নাজমুল হক (৩২) ও তার শ্বশুর উপজেলার ইসলামপুর গ্রামের মিজানুর রহমান হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। স্বজনেরা তাঁদের লাশ নিয়ে গেছেন। এরা পাবনার আতাইকুলা থেকে কাপড় নিয়ে নাচোল যাচ্ছিলেন। এ ঘটনায় আহত পিকআপ চালকের পরিচয় পাওয়া যায়নি। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।ব্রাহ্মণবাড়িয়া :ঢাকা সিলেট মহাসড়কেপিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। বুধবার বিকালে মহাসড়কেরবিজয়নগরের বুধুন্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসিমো. আব্দুর রব জানিয়েছেন।এ ঘটনায় হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।ওসি আব্দুর রব বলেন, বুধুন্তিতে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসাএকটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়।এ ঘটনায় আহত দুই জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের লাশ উদ্ধারের জন্য দমকল বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান ওসি।দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এই কর্মকর্তা।বাসস

হবিগঞ্জ: জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট-কুশিয়ারা ফেরিঘাটে বজ্রপাতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।বুধবার বেলা সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বিরাট ভাটিপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে মুছা মিয়া (৫০), অশ্বিনী সূত্রধরের ছেলে অঞ্জিত সূত্রধর (৪০), প্রিয়লাল সুত্রধরের পুত্র পৃথ্বিশ সূত্রধর (৩০), পটল সূত্রধরের ছেলে পুত্র প্রসেন সূত্রধর (২২)।স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহতরা কাঠমিস্ত্রী এবং ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার সকালে বজ্রসহ বৃষ্টির হলেও জীবিকার তাগিদে তারা বিরাট থেকে একটি ফেরী নৌকায় আজমিরীগঞ্জ যা”িছলেন। বেলা সোয়া ১১টায় বজ্রাহত হন তারা। দ্রুত তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একই গ্রামের সাবেক মেম্বার মোহন মিয়া ও অরুপ কুমার রায়ের ছেলে সোহেল রায় আহত হন।আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, নিহতরা কাঠমিস্ত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, নিহতদের নাম ঠিকানা তারা সংগ্রহ করেছেন। নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

এদিকে, বুধবার দুপুরে পিরোজপুর ও চাপাইনবাবগঞ্জ সদরে এবং নাচোল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানসাহা এলাকায় বজ্রপাতে দুজন আহত হন।পরে স্থানীয়রা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এরা হলেন, কদমতলা এলাকার অধির রঞ্জন হালাদারের ছেলে অসীম হাওলাদার (২২) ও সমীর সিংহর ছেলে রাজিব সিংহ (২৭)।তারা দুজনেই একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সিংরইল গ্রামে একটি ধানক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এক পর্যায়ে একটি বজ্রপাতে ঘটনাস্থলে দুজন কৃষকের মৃত্যু হয়।নিহত মাসুদ রানা(১৬) নাচোল উপজেলার সিংরইল গ্রামের আমিন আলির ছেলে ও তরিকুল ইসলাম(৪০) চাপাইনবাবগঞ্জ সদরের সজ্জন এলাকার হাবিবুল ইসলামের ছেলে।

ফেনী :ফেনীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপোলে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এস.আর মোটর্সের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেনীগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার খলিল উদ্দিনসহ (৫০) ২ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, ফিরোজপুর জেলার বলাখালি আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ উল্লার (২৮), নোয়াখালীর লক্ষীপুর জেলার চর পার্বতি উপজেলার আবুল বশরের ছেলে মো: সজিব (২০), একই জেলার বসুরহাট উপজেলার পূর্ব চর এলাহী এলাকার আবদুল খলিলের ছেলে মিজান (২০) ও ফেনী শহরের গুদাম কোয়ার্টার এলাকার ছিদ্দিকুর রহমানর ছেলে শহীদুল আলম (৩৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহত খলিল উদ্দিনের জামাতা আবদুল মালেক শশুরের লাশ সনাক্ত করেছেন।মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহাম্মদ পাঠান ২ জন নিহত ও অন্তত ৪ জন আহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে কর্মরত অবস্থায় কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালস্থ নজির আহম্মেদ ফিলিং স্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এসময় সড়কের ভূল পথ দিয়ে চলার দায়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল এস.আই আবুল কালাম আজাদ গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে সহকর্মী পুলিশ সদস্যরা প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবুল কালাম আজাদ মারা যায়। তার পৈতৃক নিবাস কুমিল্লা দেবিদ্বারের ফতেহবাদ গ্রামে। এদিকে পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করতে পারেনি বলে জানা যায়।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁডি ইনচার্জ উপ-পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান আবুল কালাম আজাদ’র মৃত্যুবরণের সত্যতা নিশ্চিত করেছেন।গোপালগঞ্জ ঃগোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় হুমায়ারা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত ও কলেজের প্রফেসরসহ ৪জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ও দুপুরে এ দূর্ঘটনা ঘটে।নিহত হুমায়ারা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি দক্ষিণ পাড়া গ্রামের ফরিদ শেখের স্ত্রী। অপর আহতরা হলেন, বাগেরহাট কলেজের প্রফেসর সুশীল কুমার সরকার (৪৮), সুপন সরকার (১৬), পল্লব সরকার (৬) ও শিখা সরকার (৩৫)।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, সকালে হুমায়রা বেগম নামে এক মহিলা ভ্যানে করে সদর উপজেলার কাঠি বাজার থেকে ভবানীপুর ছোট মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি মোটর সাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে মোটর সাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান। অপরদিকে, একটি মাইক্রোবাসে করে বাগেরহাট থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়ীতে আসার পথে জয়ঢেকি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাগেরহাট কলেজের প্রফেসর সুশীল কুমার সরকারসহ চারজন আহত হয়।

নীলফামারী :সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চলন্ত বিআরটি বসে চড়তে গিয়ে পা পিছনে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একজন প্রভাষক। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দুর্ঘটনাটি ঘটে।জানা যায়, ঠাকুরগাঁও গড়েয়া বেসরকারি কলেজের প্রভাষক আব্দুস সামাদ (৫৫) বিকেলে টার্মিনালে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি বাস আসলে তিনি পেছনে ওঠার চেষ্টা করলে পা পিছলে পড়ে যান এবং ওই গাড়ির পেছনের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মীর্জা মুর্শিয়া বানু ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছোট ভাই আব্তুস সোবহান দুদকের উপ-পরিচালক পদে কর্মরত রয়েছেন। নিহতের ২ ছেলে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন। তিনি বলেন, লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাটোর : নাটোরে হেলপারের ধাক্কায় চাকার নিচে পড়ে সাইফুল নামে এক বাস যাত্রী নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরের ৩ টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের ( ঢাকা মেট্রো ব ১৪-৭৮৭২) একটি যাত্রিবাহী বাস নাটোরের হরিশপুর এসে থামে। এ সময় ওই বাসের হেলপার রাজশাহীর বাস যাত্রী সাইফুল ও তার সঙ্গী কাজল সহ অপর এক মহিলাকে বাস থেকে নামতে বলে। এতে সাইফুল ও তার সঙ্গী কাজল হেলপারকে বলে যে, তাদেরকে রাজশাহী নিয়ে যাওয়ার কথা বলে বাসে তুলে এখন কেন নাটোরে নামানো হচ্ছে। তাদেরকে রাজশাহী নিয়ে যেতে হবে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বাসের হেলপার ধাক্কা দিয়ে সাইফুল ও তার সঙ্গীদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে ওই বাসেরই চাকার নিচে পড়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। পরে সাইফুলের সঙ্গীরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ নিয়ে রাজশাহী চলে যায়।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সাইফুলের সঙ্গীরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ পুলিশকে না জানিয়ে নিয়ে চলে গেছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।