দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুলাই ২০১৫: ঈদ উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান ‘উত্তম গান’। মহানায়ক উত্তম কুমারের লিপে ব্যবহৃত কিছু জনপ্রিয় গান নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী এ আয়োজন। অনুষ্ঠানের মূল পরিকল্পনা করেছেন ফরিদুর রেজা সাগর, পরিচালনা করেছেন শাইখ সিরাজ। এ অনুষ্ঠানের জন্য কলকাতা থেকে উত্তম কুমারের নায়িকা সুপ্রিয়া দেবীকে আনা হয়েছিলো।
‘উত্তম গান’ অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের ভূমিকায় শাইখ সিরাজ থাকলেও পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গে নানা বিষয়ে বৈঠকী আড্ডায় মেতে উঠেছেন। আড্ডার ফাঁকে ফাঁকে উত্তম কুমারের সিনেমার গানগুলো পরিবেশন করেছেন আমাদের দেশের তারকা কণ্ঠশিল্পীরা। এরা হলেন- সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, রফিকুল আলম, ফেরদৌস আরা, কনক চাঁপা, রিজিয়া পারভীন, মনির খান, কোনাল, ইমরান ও ঝিলিক। এ অনুষ্ঠানে দেশবরেণ্য, বেশ কয়েকটি দম্পতিকে আমন্ত্রণ জানানো হয়। এরা হলেন ব্যারিস্টার রফিক-উল হক, রেহমান সোবহান, আবুল মাল আবদুল মুহিত, মাহফুজ আনাম, আবুল হায়াত, হাসানুল হক ইনু, ব্যারিস্টার নাজমুল হুদা, সাবির মোস্তফা। উপস্থিত ব্যক্তিত্বরা একে একে মঞ্চে এসে মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। তাতে করে তাদের যৌবনের অনেকই গল্প উঠে এসেছে।‘উত্তম গান’ অনুষ্ঠানটি প্রচার হবে ২৪ জুলাই শুক্রবার বিকাল তিনটায়। আগের দিন এ অনুষ্ঠানের ‘বিহাইন্ড দ্য সিন’ প্রচার হবে চ্যানেল আইয়ে।