Doinikbarta-Obaidul Quader

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুলাই ২০১৫ : আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে যানবাহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের যাত্রা পরিস্থিতি পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, সড়ক নিয়ে কোনো অভিযোগ নেই। আশা করি রাস্তায় ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না। শুধু আশুলিয়া সড়কে একটু সমস্যা আছে। আশা করি এটা থাকবে না।পরিবহন চালকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের যাত্রী হয়রানি করা যাবে না। এ দিকে সব চালকদের নজর রাখতে হবে।’

ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতেই ফিরতে পারবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, এবার ঘরে ফেরা মানুষের কোনো ভোগান্তি হবে না। আশা করি স্বস্তিতেই সবাই বাড়ি ফিরতে পারবে। সড়ক-মহাসড়কে কোনো অস্বস্তিকর পরিবেশের অভিযোগ পাওয়া যায়নি। রাস্তার অবস্থাও ভালো।এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, তবুও যদি যাত্রীদের কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে,দায়িত্বে অবহেলার কারণে সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানকে প্রত্যাহার (শোকজ) করা হয়েছে। সাভার জামগড়া বাজার এলাকায় সড়ক উন্ননের কাজের জন্য বার বার তাগাদা দেয়া সত্ত্বেও তিনি (আতাউর রহমান) কোনো কাজ করেননি।বুধবার সকালে আশুলিয়া সড়ক পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ শোকজ করেন। এবং তার স্থলে গাজীপুর নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেন।