দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুলাই ২০১৫: ইরানের পরমাণু চুক্তি নিয়ে সবচেয়ে কড়া মন্তব্যটি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ইচ্ছুক ডেমোক্রেটিক দলের নেতা হিলারি ক্লিনটন। মঙ্গলবার সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তেহরানের পরমাণু অস্ত্র বানানোর অভিলাষ কখনোই বাস্তবায়িত হতে দেবেন না। তবে তিনি ঐতিহাসিক ওই চুক্তিকে সমর্থন করেছেন।
তিনি ইরানকে লক্ষ্য করে বলেন,‘আমি তেহরানকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা কখনোই তোমাদের পরমাণু অস্ত্র বানাতে দেবো না। চুক্তি লঙ্ঘণ করে তো অবশ্যই নয়। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির পরমাণু অস্ত্র নির্মাণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ারও প্রতিশ্র“তি দিয়েছেন। পাশাপাশি মঙ্গলবার বিশ্বের ক্ষমতাধর ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তিটি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন হিলারি।
তিনি আরো বলেছেন,চুক্তি কেবলই স্বাক্ষরিত হয়েছে। তবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখতে সব ধরণের অস্ত্র ব্যবহার করব।’এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।