দৈনিকবার্তা-কলাপাড়া, ১৫ জুলাই ২০১৫: ভ্যান চালক বাবার আয়ের উপর নির্ভরশীল পরিবারের অসহায় দরিদ্র মেধাবী খাদিজার শিক্ষাজীবনের দায়িত্ব নিলেন স্থানীয় এমপি সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান। উপজেলার টিয়াখালী ইউনিয়নের কুড়িকানি গ্রামে অন্যের জমিতে বসবাস করা আলমাস প্যাদার মেয়ে খাদিজা এবছর এসএসসিতে জিপিএ ৫ অর্জন করে। কিন্তু আর্থিক সঙ্কটে খাদিজার বই কেনা সম্ভব হয়নি।
বাবার মালটানা ভ্যানে করে কলেজে আসছে। লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ে। গত ৭ জুলাই এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন দৈনিক জনকন্ঠে ছাপা হয়। এরপরই স্থানীয় সংসদ সদস্য ওই পরিবারের খোঁজ-খবর নেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে খাদিজার শিক্ষাজীবনের দায়িত্ব নেয়ার কথা জানালেন। একই সঙ্গে পরিবারের উপার্জনের অবলম্বন হিসাবে একটি সেলাই মেশিন দেয়ার কথা জানান। তিনি ঈদ-উল-ফিতরের কেনাকাটার জন্য খাদিজাকে আর্থিক সহায়তা দিয়েছেন। এসময় আলমাস প্যাদা আবেগপ্রবণ হয়ে সকলকে ধন্যবাদ জানান। করেন কৃতজ্ঞতা প্রকাশ। এমপি মাহবুবুর রহমান বলেন, ‘ও যতদুর লেখাপড়া করবে তিনি সকল সহায়তা করবেন।’