Photo-14

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই: গত ১৪/০৭/২০১৫ তারিখ রাত ০৩.১৫ টায় ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ গেন্ডারিয়া থানাধীন সতীশ সরকার রোডে অভিযান পরিচালনা করে স্বর্ণ ও রুপার অলংকারসহ ১ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তার হেফাজত হতে ০১টি চাঁপাতি, ০১টি চাকু, ০১টি হাতুরী, ০১টি লোহা কাটার হেক্সো ব্লেড, ০১ টি পাইপ রেঞ্জ, ০১টি স্টার স্ক্রু ডাইভার, ৫৯ টি স্বর্ণের চেইন, ০৪ টি স্বর্ণের চুড়ি, ০২টি স্বর্নের গলার হাড়, ০৪টি ব্রেসলেট, ১৭টি স্বর্ণের আংটি, ০৪টি নাক ফুল, ২৩টি কানের দুল, ১৩টি লকেট, ০১টি রুপার নুপুর, ০১টি টিকলি এবং ইমিটেশনের বিভিন্ন গহনা উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য অনুমান ১১,৫০,০০০/- টাকা ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, তারা ঢাকা শহরের বিভিন্ন বাসা ও স্বর্ণের দোকানকে টার্গেট করে ডাকাতি করে এবং বিভিন্ন জায়গায় কৌশলে বিক্রি করে থাকে। গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় ডিসি ডিবি (পূর্ব) মোঃ মাহবুব আলম, পিপিএম ও এডিসি ডিবি খন্দকার নুরুন্নবী এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ ¯িœগ্ধ আখতার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।