Samiul1436733847

দৈনিকবার্তা-সিলেট, ১৫ জুলাই ২০১৫: সিলেটে শিশু রাজন হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত ইসমাঈল হোসেন আবলুছকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়।মঙ্গলবার সকালে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন।জালালাবাদ থানার ওসি (তদন্ত) ও এ মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন গ্রেফতারকৃত ইসমাঈল হোসেন আবলুছের সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।এর আগে সোমবার এই হত্যাকান্ডেরর আরেক আসামি মুহিতকেও রিমান্ডে নেয়া হয়।গত বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে (১২) চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রাজন মারা গেলে তার লাশ গুম করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় মুহিত আলম।নির্যাতনকারীরা শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। প্রায় ২৮ মিনিটের ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরুহয় ।এদিকে এ মামলার প্রধান আসামী কামরুল দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যায়। সেখানে কামরুলকে আটক করা হয়।এ ঘটনায় জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।মামলায় মুহিত আলম (৩২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার (৩৪) ও চৌকিদার ময়না মিয়াকে (৪৫) আসামি করা হয়েছে।এদিকে সিলেটের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নিহত শিশু সামিউল আলম রাজনের বাড়ি সদর উপজেলার কান্দিগাঁওস্থ বাদেআলী গ্রাম পরিদর্শন করেছেন ।সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম মঙ্গলবার সকালে রাজনের বাড়িতে যান।

বাড়িতে গিয়ে তারা রাজনের পরিবারের সাথে কথা বলেন এবং আসামিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসক রাজনের বাবার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জয়নাল আবেদিন রাজন হত্যার ঘটনায় বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আশ্বাস দেন।তিনি বলেন, রাজন হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অভিহিত করা হবে। পরবর্তী আইনশৃঙ্থলা কমিটির বৈঠকেই এই মামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকাভূক্ত করা হবে। এছাড়া বিশেষ ট্রাইব্যুনাল করে এই মামলার বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।অপরদিকে রাজনের পিতা আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুরে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে,সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলাকে চাঞ্চল্যকর হিসেবে গ্রহণ করে শিগগিরই দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।মঙ্গলবার সকালে নগরীর কুমারগাঁওয়ে রাজনকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন এবং তার পরিবারের সদস্যেদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।জয়নাল আবেদীন বলেন, এ ঘটনাটি অমানবিক। দুয়েকদিনের মধ্যে এ মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করা হবে। মামলা এলেই স্পেশাল ট্র্যাইব্যুনালে এ মামলার বিচারকাজ ৯০ দিনের মধ্যে শেষ হবে।এসময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা ও উপকমিশনার ফয়সাল মাহমুদ।