unnamed (1)

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: সারাদেশ আজ একটি কারাগারে পরিণত হয়েছে। ঘরে বাইরে কোথাও আজ মানুষ নিরাপদ নয়। ‘সরকার নিজেই কোনো আইন-কানুন মানছে না। যা ইচ্ছে তাই করছে। আর গণতান্ত্রিক রীতিতে এটা কোনো সরকারই না। তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেনি। তারা এত লুটপাট, গুম-খুন, অপশাসন করেছে; এখন তারা বিচারের ভয়ে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র, মানবতা, মানবাধিকার আজ পদদলীত। দেশের মানুষ অতীতে কখনও একদলীয় শাসন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। মঙ্গলবার রাজধানীর বনানীর একটি স্থানীয় হোটেলে আমরা বরিশালবাসী আয়োজিত ইফতার পূর্বক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, এ সরকারের পতন ঘটাতে হবে। শুধু কথা দিয়ে পতন ঘটালে হবে না। বাস্তবে আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি , দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

তিনি আরও বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আমরা নির্বাচনের দিকে এখন অগ্রসর হচ্ছি না ।আমরা দেশের উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। আমি তাদের বলতে চাই গণতন্ত্র বকেয়া রেখে দেশ উন্নয়ন সম্ভব নয়।আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের দায়িত্ব দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা কিন্তু তারা সেটা না করে বিএনপি দমন করার কাজে ব্যবহারিত হচ্ছে।ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি বিএনপির কেন্দ্রীয়. সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সেলিনা রহমান, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম, আবুল খায়ের ভূঁইয়া, আ ক ম কুদ্দুসুর রহমান, মুনির হোসেন, শাম্মী আক্তার, মেজবাহ উদ্দিন আরিফসহ প্রমুখ, অনুষ্ঠান উপস্থাপনা করেন মাহবুবুল হক নান্নু।