14-07-15-PM_Video Conference-6

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ঢাকার বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক ও সংলগ্ন বিরুলিয়া সেতু চালু হলে এর মাধ্যমে ঢাকার মূল প্রবেশ ও বহির্গমন পথে যানবাহনের চাপ কমবে।তিনি বলেন, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বিরুলিয়া-আশুলিয়া মহাসড়কে ১০ কিলোমিটার রাস্তা ও বিরুলিয়া নামক স্থানে তুরাগ নদীর ওপর ১৮৬ মিটার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সড়ক ও সেতু নির্মাণের ফলে সাভার তথা ঢাকার পশ্চিম অংশের সাথে ঢাকার যোগাযোগ সহজতর হবে। এ প্রবেশ ও বহির্গমন রুটটি যান চলাচলের জন্য উন্মুক্ত হলে ঢাকা শহরের মূল প্রবেশ ও বহির্গমন রুটগুলোতে যানবাহনের চাপ অনেকাংশে হ্রাস পাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক এবং বিরুলিয়া সেতুর উদ্বোধন করেন। যোগাযোগমন্ত্রী এই উদ্বোধনী অন্ষ্ঠুানে একথা বলেন। আশুলিয়া-বিরুলিয়া মহাসড়ক ও সেতু উদ্বোধনকালে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সংশ্লিষ্টরা।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা – ১৯ আসনের সংসদ সদস্য ডা. মোঃ এনামুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর, এবং ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার রহমান বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।উল্লেখ্য, ঢাকা জেলার সাভার উপজেলাধীন বিরুলিয়া-আশুলিয়া সড়কের ১ম কিলোমিটারে তুরাগ নদীর ওপর বিরুলিয়া নামক স্থানে এ সেতুটি নির্মিত হয়েছে। বিরুলিয়া-আশুলিয়া মহাসড়কটি মিরপুর-ধউর মহাসড়কের ৬ষ্ঠ কিলোমিটার (বিরুলিয়া) থেকে শুরু হয়ে চারাবাগ বাজার দিয়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে আশুলিয়া বাজারে মিলিত হয়েছে। চারাবাগ বাজার থেকে ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই সড়কটি ঢাকা-সাভার মহাসড়কে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রকে সংযোগ করেছে।মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি বলেন,এই মহাসড়কের কারণে আগে যে পথে তিন ঘন্টা লাগতো, এখন মাত্র ১৪ মিনিটে সেই পথ যাওয়া সম্ভব। এর মাধ্যমে ঢাকা-১৬ ও ঢাকা-১৯ আসনের মধ্যে যোগাযোগ সহজতর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই এই সড়ক ও সেতুর উদ্বোধন করে এলাকাবাসীর যোগাযোগের সুবিধা সৃষ্টি করেছেন। তাই এটি বিরুলিয়া বাসির জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর মোট ৪৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করে।বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ১৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১০. ৫০ কিলোমিটার মহাসড়ক এবং মহাসড়কের প্রথম কিলোমিটারে ১৯ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে বিরুলিয়া নামক স্থানে তুরাগ নদীর উপর বিরুলিয়া সেতু এবং বিরুলিয়া খালের উপর ৩৬.৬০ মিটার সেতু নির্মাণ করা হয়েছে। ঢাকা মহানগরীর জিরো পয়েন্ট থেকে এই মহাসড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। মহাসড়কটি নির্মাণের ফলে ঢাকা মহানগরীতে যানবাহন প্রবেশ ও বহির্গমনে নতুন আরোকটি রুট সংযোজিত হলো।