bnp-t_294031

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: নাশকতার ৫৬ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ চার নেতার হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ।আগামী ২১ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এসব আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। আমান ছাড়া অন্য নেতারা হলেন-স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তরিকুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু। ৫৬ মামলার মধ্যে আমানের ৪২ মামলা, এমকে আনোয়ারের ৯ মামলা, তরিকুল ইসলামের ৪ মামলা ও আব্দুল আউয়াল মিন্টুর ১ মামলায় আপিল করা হয়েছে।উল্লেখ্য, গত ৯ জুলাই এই চার নেতাকে বিচারপতি মো. জিয়াউল কবির ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন দেন।