2015-07-14_6_833797

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত প্যালেষ্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ এইচ আবুইয়াদেহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। ২০০৬ সালের ফেব্র“য়ারী থেকে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ ঢাকায় কুটনৈতিক কোরের ডীন হিসেবেও দায়িত্ব পালন করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ ঢাকায় তার সাড়ে ৯ বছরেরও অধিক কর্মকালে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলীর নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বরাবরের ন্যয় ভবিষ্যতেও বাংলাদেশ প্যালেষ্টাইনের জনগনের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্যালেষ্টাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের অভ’তপূর্ব অগ্রগতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্যালেষ্টাইনের সংগ্রামী জনগনের প্রতি অকুন্ঠ সমর্থন এবং বাংলাদেশে সে দেশের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষনের সুযোগ দানের জন্য পররাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী একজন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় সফল কর্মকালের জন্য এবং কুটনৈতিক কোরের ডীন হিসেবে সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের জন্য রাষ্ট্রদূত শাহের মোহাম্মদকে অভিনন্দন জানিয়ে বলেন যে তিনি দীর্ঘদিন আমাদের স্মরণে থাকবেন। মাহমুদ আলী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের সুস্বাস্থ্য ও সাফল্য এবং প্যালেষ্টাইনের জনগনের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।