দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: ব্রাজিল থেকে আমদানি করা ২ লাখ টন গম কেলেঙ্কারির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেইসঙ্গে সরকারি বিভিন্ন সংস্থার তদন্ত ফলাফল ও আদালতের নির্দেশনা পাওয়ার পরই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন।মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মাসিক ব্রিফিং-এ সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এ সব কথা জানান।তিনি এ বিষয়ে আরো বলেন, ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির বিষয়টি সরকারি বিভিন্ন সংস্থা তদন্ত করছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আর আমরা ও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। তাই সরকারি সংস্থাগুলোর তদন্ত শেষ হলেই দুদক অনুসন্ধান করার সিদ্ধান্ত নেবে।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশ জুট করপোরেশনের তিনটি গুদামসহ শূন্য দশমিক ৯৮ একর জমি সম্পত্তি বিক্রি করে দেয়ার অভিযোগে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি-না?- এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, বিষয়টি কমিশন থেকে এখনও পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।আরেক পশ্নের জবাবে দুদকের এই মহাপরিচালক বলেন, পর্যাপ্ত সাক্ষির অভাবে অনেক মামলায় আদালতে গিয়ে অধিকাংশ আসামিরা খালাস পায়। তবে দুদক কর্মকর্তাদের কোনো অদক্ষতা কিংবা গাফলতির অভিযোগ পাওয়া যায়নি।সেইসঙ্গে অগ্রণী ব্যাংকের ঋণ জালিয়াতি ও এমডির নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
সেকেন্ড হোমে বিনিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নিয়ে তিনি বলেন, অনুসন্ধানের শুরুতে বিদেশ থেকে তথ্য পেতে বেশ সমস্যা হয়। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আরো তথ্য প্রয়োজন। পর্যাপ্ত তথ্য পাওয়ার পরই অনুসন্ধান কাজে গতি আসবে।ড. মো. শামসুল আরেফিন তার লিখিত বক্তব্যে বলেন, দুদক থেকে প্রাপ্ত তথ্যানুসারে ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্য্ন্ত মোট ১০১টি মামলা নিস্পত্তি হয়। এর মধ্যে সাজা হয় ৩৪টি মামলায় এবং খালাস পায় ৬৭টি মামলার আসামিরা। জানুয়ারি থেকে জুন পর্য্ন্ত মোট ৪৩২৯টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২৫৪টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময়ে মামলা অনুমোদন দেওয়া হয়েছে ১৮২টি। আর ২৮২টি মামলার চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেয়া হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পরিচালক নূর আহম্মদ, পরিচালক মো. বেলাল হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।প্রসঙ্গত, ব্রাজিল থেকে আমদানি করা প্রায় ৪২৬ কোটি টাকার দুই লাখ টন গম পচা বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এই গম নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী।