Hasina-Khaleda

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুলাই ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ কার্ড পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও কার্ড পাঠিয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছার কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন।এসময় প্রধানমান্ত্রীর পক্ষে কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী।এ বিষয়ে আসাদুল করিম শাহীন বলেন, প্রতিবারের মতো এবারো আওয়ামী লীগের সভানেত্রীকে ম্যাডমের (খালেদা জিয়া) পক্ষ থেকে ঈদ কার্ড পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানকেই এ কার্ড দিচ্ছি।এর আগে গত সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা। সেই কার্ডটি গ্রহণ করেছিলেন খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার।দীর্ঘদিন দেশের প্রধান দুই দলের নেত্রীর মধ্যে সাক্ষাৎ না হলেও ঈদ কিংবা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।