DMP-doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুলাই ২০১৫: গত ১ মাসে ১ হাজারেরও বেশি অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া৷ তিনি বলেন,গত ১ মাসে ভুয়া ডিবি, ভুয়া র্যাব,অজ্ঞান পার্টি, মলম পার্টি,ছিনতাইকারী,ডাকাত, চাঁদাবাজসহ অন্তত সহস্রাধিক অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ৷ এছাড়াও মাদক দ্রব্য আটক, অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে৷ সোমবার হাইকোর্ট মাজারের সামনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য দেন ডিএমপি কমিশনার৷ আসন্ন ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপির রমনা বিভাগ৷অনুষ্ঠানে আসাদুজ্জামান মিয়া বলেন, ঈদে মানুষের মুভমেন্ট বাড়ে কেনাকাটা বাড়ে, এর সাথে পাল্লা দিয়ে অপরাধও কিছুটা বেড়ে যায়৷ আমরা আমাদের তত্‍পরতা বাড়িয়েছি কিন্তু অপরাধীরা এতই বেশিবেড়েছেযে আমাদের হিমশিম খেতে হচ্ছে৷তিনি বলেন, বিগত বছরগুলোতে থেকে তুলনামূলকভাবে এ বছর অপরাধের সংখ্যা কম৷ তারপরও অপরাধ হচ্ছে সাথে আমাদের তত্‍পরতাও বাড়ছে৷ আমরা চেষ্টা করছি অপরাধীদের ধরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে৷ বাকিটাও নিয়ন্ত্রণ হবে বলে আমরা আশাবাদী৷তিনি বলেন,অপরাধমুক্ত সমাজ কল্পনা করা যায় না৷ উন্নত বিশ্বে অপরাধের মাত্রা আমাদের দেশের থেকে অনেক বেশি৷ কারণ এ দেশের মানুষ অনেক ভালো৷ এদেশে এখনো ধর্মীয় এবং সামাজিক অনুশাসন আছে৷ সমপ্রতি ময়মনসিংহে জাকাত দেওয়ার সময় ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জাকাত দেওয়ার সময় অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ আমাদেরকে না জানিয়ে নিজেরা নিজেরা জাকাত দেয়ার সময় যদি কোন অনৈতিক ঘটনা ঘটে তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব৷অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিশনাল কমিশনার (ক্রাইম) শেখ মারুফ হাসান, এডিশনাল কমিশনার (ট্রাফিক) গোলাম ফারুক, জয়েন্ট কমিশনার (ট্রাফিক) বনজ কুমার মজুমদার, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এণ্ড পাবলিক রিলেশন) মুনতাসিরুল ইসলাম প্রমুখ৷