1435659088

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুলাই ২০১৫: গত ১২/০৭/২০১৫ তারিখ রবিবার সকাল ১০.৩০ টায় ডাকাতিকালে রাজধানীর এ্যালিফেন্ট রোড এলাকা থেকে ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হল (১) আবু বকর সিদ্দিক (২) মোঃ আবুল হোসেন ও (৩) মোঃ শরীফ হোসেন ওরফে জনি। এ সময় তাদের হেফাজত হতে ১ জোড়া হ্যান্ডকাপ, ১টি ওয়ারলেস সেট, ০১টি মাইক্রোবাস ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়া ভিকটিম মোঃ কামাল হোসেন ও মোঃ বজলুর রহমানকে নগদ ২০ বিশ লক্ষ টাকাসহ তাদের ব্যবহৃত মাইক্রোবাসে তোলে। অপর একজন ভিকটিম মোঃ আবদুল লতিফ কে ও জোর পূর্বক গাড়ীতে তোলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টাকা নিয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২/৩ বছর যাবৎ ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢাকা ও আশপাশ এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ইতোপূর্বে ঢাকা মহানগর ডিবি পুলিশ কর্তৃক তারা অনেকেই গ্রেফতার হয়েছিল। পলাতক ডাকাত ও লুন্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগের ডিসি মোঃ সাজ্জাদুর রহমান এর নির্দেশনায় এডিসি মোঃ আব্দুল আহাদ পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মিয়া কুতুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।