thakugaon-map_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১৩ জুলাই ২০১৫:  ঠাকুরগাঁও জেলায় মাদকবিরোধী অভিযানে সফল পুলিশ। পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘মাদক জোন’ বলে পরিচিত এলাকাগুলো এখন মাদক শূন্য বলা চলে। এ অবস্থায় জেলার মাদক ব্যবসায়ীরাও আতংকে রয়েছে। এবারের অভিযানে রাঘব বোয়ালরা কেউ ছাড় পাচ্ছে না। গত এক সপ্তাহে পুলিশ একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এছাড়াও ঠাকুরগাঁও পুলিশ সুপারের নেতৃত্বে জেলায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের তথ্য মতে, ২০১৪ সাল হতে ২০১৫ সালের ১২ জুলাই পর্যন্ত ৬৬০ জনকে আসামী করে মাদকদ্রব্য সংক্রান্ত ৩৬৬টি মামলা দায়ের করা হয় এবং মাদকদ্রব্য মামলায় ৪১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৭ লক্ষ ৯২ হাজার ৪৩৫ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, ভারতীয় মদ, নেশাজাতীয় ইনজেকশন, নেশাজাতীয় ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোরাইমদ, হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, পুলিশের তালিকামতে ঠাকুরগাঁও জেলায় প্রায় সাড়ে ৫শ’ মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ এসব মাদক ব্যবসায়ীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অনেক সময় ওইসব মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এসব মাদক ব্যবসায়ীদের রুখতে ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী ব্যাপক ব্যবস্থা নিয়েছেন। এ কাজে তিনি সফল বলেও ঠাকুরগাঁওবাসীর মন্তব্য। এক সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের যে মাসোয়ারা নেওয়ার দুর্নাম ছিল তা এখন নেই বললেই চলে। জেলায় মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। তিনি বর্তমান পুলিশ সুপারের কার্যক্রমকে সাধুবাধ জানিয়েছেন।

madoker-Yabaসরকার পাড়া মহল্ল¬ার আরমান হোসেন জানান, এক সময় জেলায় মাদক ব্যবসায়ীদের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছিল এতে আমরা সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। এমনকি রাতে ভালো করে ঘুমাতেও পারতাম না। বসিরপাড়া মহল্ল¬ার সোহেল রানা জানান, আগে যেখানে সেখানে দিনদুপুরে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বিক্রি করতে দেখা যেতো। এতে যুব সমাজ ধ্বংসের দিকে ঝুকে পড়েছিল। বর্তমানে পুলিশের তৎপরতায় জেলায় মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে। ডিবি পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম জানান, জেলায় মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশ নাওয়া খাওয়া ভুলে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং মাদক ব্যসায়ীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।

ডিবি পুলিশের ওসি মশিউর রহমান জানান, বর্তমান পুলিশ সুপার যোগদান করার পর থেকে মাদক ব্যবসায়ীরা আতংকে রয়েছে। তিনি যোগদান করার পর থেকে জেলায় প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, মাদক ব্যবসা বন্ধে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা যে দলের হোক না কেন কোন ছাড় দেয়া হবে না।