দৈনিকবার্তা-ঢাকা, ১২ জুলাই ২০১৫: যুগের আধুনিকায়নে আমাদের অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ ঐতিহ্য বয়নচিত্র। আমাদের দেশের রপ্তানিযৌগ্য প্রধান ফসল পাট। এই পাটকে আমরা সোনালী আশ বলি। কারন এটা স্বর্ণের দামে বিক্রী হয়ে দেশে বিদেশে চলে যায় এবং সেখানে এই পাট দিয়ে অনেক ধরনের শিল্প বা কুটির শিল্প তৈরী হয়। বয়নচিত্রে পাটের ব্যবহার আমরা দেখতে পেয়েছি পাট দিয়ে প্রথমে সুতা এর পরে সুতায় বিভিন্ন ধরনের কালার এর পরে যারযার মাপ অনুযায়ি ছোট-বড় এবং কাঠ, মেটাল ও অ্যালমোনিয়ামের ফ্রেম তৈরী করা হয়। এর পরে ফ্রেমে লম্বালম্বি করে সুতা আটকানো হয়।

তার পরে কাগজে অংকিত বিভিন্ন ডিজাইন সুতার পেছনে ধরে আলাদা কালি দিয়ে সুতার উপরে ছাপ ফালানো হয় এবং এই ছাপের উপরে বিভিন্ন কালারের সুতা দিয়ে ডিজাইন করা হয়। আমাদের অনেকের ঘরবাড়িতেই বয়নচিত্র শোভা পাচ্ছে- যেমন ওয়ালম্যাট, জায়নামাজ, সতরঞ্জি, কার্পেট ইত্যাতি। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, দেখতে পাবো তখনকার সময় বেশিরভাগ শিল্পই হাতে তৈরী হতো। তবে সময়ের যথেষ্ট পরিবর্তন হলেও হাতের কাজ এবং পুরনো ঐতিহ্যের কিন্তু মূল্যায়ন আছেই, তা নাহলে তাঁতের শাড়ী, জামদানী শাড়ী ও বেনারশি শাড়ী যুগযুগ ধরে টিকে থাকতোনা।

 ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ট্যাপেট্টি এন্ড পেইটিং স্টুডিও এর যৌথ উদ্যোগে একাডেমীর জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারীতে ০১ থেকে ১২ জুলাই বয়নচিত্র কর্মশালা ২০১৫ অনুষ্ঠিত হয়। কর্মশলার মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী তাজুল ইসলাম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষে সার্বক্ষনিক সহযোগিতায় ছিলেন ইন্সট্রাক্টর প্রদ্যুৎ কুমার দাস ও এস এম মিজানুর রহমান।

 কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র-ছাত্রী এবং ২জন চিত্রশিল্পী যথাক্রমে সামিনা নাফিজ ও আফরোজা জামিল কংকা-সহ মোট ২৭ জন অংশগ্রহণ করেন। আজ ১২ জুলাই ২০১৫ দুপুর ১২টায় একাডেমীর জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারীতে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, কর্মশালার মূখ্য প্রশিক্ষক শিল্পী তাজুল ইসলাম। সনদপত্র বিতরণ শেষে একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন আজকের অংশগ্রহণকারীদের আন্তরিকতাই বয়নচিত্রকে ধরে রাখবে। ছবি সংযুক্ত।