sania-hingis-y

দৈনিকবার্তা-ঢাকা, ১২ জুলাই ২০১৫: সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি উইম্বলডনের মহিলা ডাবলসের শিরোপা জয় করেছেন। ফাইনালে ৩৪ বছর বয়সী হিঙ্গিস ২৮ বছর বয়সী ভারতীয় সেনসেশন সানিয়াকে সঙ্গী করে রাশিয়ান দ্বিতীয় বাছাই জুটি একাটেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনাকে ৫-৭, ৭-৬ (৭/৪), ৭-৫ গেমে পরাজিত করে শিরোপা জয় করেন। শেষ সেটে হিঙ্গিস-সানিয়া ২-৫ ব্যবধানে পিছিয়ে ছিলেন। ১৯৯৮ সালের পরে এটাই সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের প্রথম উইম্বলডন শিরোপা।চলতি বছরের মার্চে হিঙ্গিস ও সানিয়া একসাথে জুটি গড়ার সিদ্ধান্ত নেন।ডাবলসে শীর্ষ বাছাই এই জুটির এটাই প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ১৯৯৬ সালে হেলেনা সুকোভা এবং ১৯৯৮ সালে ইয়ান নোভোতনাকে সাথে নিয়ে হিঙ্গিস উইম্বলডনের ডাবলসের শিরোপা জিতেছিলেন। তবে সানিয়ার জন্য এটাই প্রথম মহিলাদের ডাবলস গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে তিনি তিনটি মেজর টুর্নামেন্টে মিশ্র দ্বৈতে শিরোপা জিতেছিলেন।১৯৯৭ সালের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হিঙ্গিস ম্যাচ শেষে বলেছেন, এটা আরেকটি অর্জন। সতের বছর দীর্ঘ সময়, এখান থেকে চলে যাবার স্মৃতিটাও এখনো মনে আছে। সেই কোর্টেই আবারো শিরোপা পাওয়া সত্যিকার অর্থেই আমার প্রত্যাশার বাইরে ছিল। আমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য দারুন এক সঙ্গী পেয়েছি। তৃতীয় সেটে ২-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পরে শিরোপা নিশ্চিত করার পিছনে অনেক সাহস লাগে।সানিয়াও পুরো ম্যাচে হিঙ্গিসের সহযোগিতার প্রশংসা করে বলেছেন পুরো টুর্নামেন্টেই হিঙ্গিস তাকে সবদিক থেকে সহায়তা করেছেন। তাদেরকে সর্মথন করার জন্য ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী ভারতীয়দেরও তিনি ধন্যবাদ জানান।