দৈনিকবার্তা-ঢাকা, ১২ জুলাই ২০১৫: মহাসড়ক সংস্কারের জন্য এবার ঈদে কোনো যানজট হবে না বলে আবারো আশ্বস্থ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে আব্দুল্লাহপুর-আশুলিয়া-সাভার রোডে নবনির্মিত বিরুলিয়া সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এ সেতুটি আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এছাড়াও দেশের সব মহাসড়কই পর্যায়ক্রমে ৪ লেনে উন্নীত করা হবে।এদিকে, চট্টগ্রাম-হাটহাজারি চারলেন প্রকল্পে অবহেলার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নতুন করে আর কোনো কাজ দেয়া হবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এদিকে, ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ; আর ছুটি শেষে কাজে ফেরার প্রয়োজনে মহাসড়কে দেখা দেয় পরিবহন সংকট। আর এই সুযোগে নাটোরে ফিটনেসবিহীন আর লক্কর-ঝক্কর গাড়িতে রংয়ের পুলেপে সাজিয়ে দেয়া হচ্ছে নতুনের অবয়ব।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় দিনকে দিন বাড়ছে এসব গাড়ির সংখ্যা। তাই উৎসবে প্রাণহানি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।কয়েক বছর আগেই যাত্রী পরিবহনের ক্ষমতা হারিয়েছে একটি গাড়িটি। কিন্তু, ঈদ সামনে রেখে ফিটনেসবিহীন এই গাড়িতে এখন চলছে রংচংয়ের কাজ।
প্রতিবছর ঈদের সময় ভাঙাচোরা আর ফিটনেসবিহীন এসব গাড়ি জোড়াতালি দিয়ে ঠিক করে নামানো হয় মহাসড়কে। তাই দিন-রাত শ্রমিক আর মেরামতকারীদের এই ব্যস্ততা।রংয়ের মাধ্যমে ফিটনেস ফিরিয়ে আনা এসব যানবাহন চলবে নাটোর থেকে ঢাকা, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন রুটে। সচেতন মহল বলছে, এসব গাড়ির কারণে মহাসড়কে দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যায় বহুগুন।বিষয়টি যখন গোটা জেলায় ওপেন সিক্রেট; তখন জেলা প্রশাসন বলছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় স্বস্তি দিতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।তবে প্রতিশ্র“তির বেড়াজাল থেকে বেরিয়ে নিরাপদ যান চলাচলে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এই পথের যাত্রীদের।