doinikbara-i-bangla

দৈনিকবার্তা-ঢাকা, ১২ জুলাই ২০১৫: মানবসম্পদ উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনকাঠামো ও মর্যাদা বাড়ানোর বিষয়ে সরকার অগ্রাধিকার দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)চেয়ারম্যান আবদুল মান্নান৷ইউজিসি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের (পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস-চ্যান্সেলররা) মত বিনিময় সভায় সরকারের এমন আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান৷

রোববার ইউজিসি মিলনায়তনে এ সভায় সভাপতির বক্তব্যে আবদুল মান্নান বলেন, আশাকরি শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা এবং মূল্যায়নকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷ যেহেতু বাংলাদেশের সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, সেহেতু শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ এখন সময়ের দাবি৷ একটি শিক্ষিত জাতি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে৷সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনস্কেল পুনর্বিবেচনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে চারদফা দাবি পেশ করা হয়৷

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের পদমর্যাদা জাতীয় বেতন স্কেলের সর্বোচ্চ বিশেষ স্কেলের সমতুল্য করে অন্যান্য সুবিধাদি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এ ভাইস-চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী পদমর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়৷সভায় ইউজসিসি সদস্যদের মধ্যে মোহাম্মাদ মোহাব্বত খান, আখতার হোসেন, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, দিল আফরোজা বেগম বক্তব্য রাখেন৷

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিবশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেঙ্টাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য রাখেন৷