দৈনিকবার্তা-ভোলা, ১২ জুলাই ২০১৫: ভোলার লালমোহনে ভিজিডির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এঘটনায় সুবিধাভোগি মাঝে ব্যাপক ক্ষোভ বিজার করছে।জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ ওয়ার্ডে ১২০ ভিজিডির কার্ডধারী সুবিধাভোগি রয়েছে। এসকল সুবিধাভুগিদের মাঝে রোববার সকালে ইউনিয়ন পরিষদের সিপিসি ও ১ওয়ার্ড ইউপি সদস্য আলী আহমদের নেতৃত্বে জানুয়ারী থেকে জুন পযর্ন্ত ৬ মাসের চাল বিতরণ করা হয়। বিতরণে ব্যাপক অনিয়ম ও নিম্মমানের চাল হওয়া সুবিধাভোগিদের ক্ষোভের শেষ নেই। প্রতি কার্ডধারী মাথাপিছু ১৮০ কেজি চাল বিতরণ করার কথা থাকলে সেখানে বিতিরণ করা হয়েছে মাত্র ৮০ থেকে ৮৫ কেজি। একাধিক সুবিধাভোগিরা জানান, আমাদের জন্য সরকারি ভাবে প্রতি মাসে ৩০ কেজি করে ৬ মাসের চাল এসেছে। আমাদেরকে ১৮০ কেজি চাল কাগজ পত্রে বিতরণের কথা থাকলে বিতরণ করা হচ্ছে মাত্র ৮০ থেকে ৮৫ কেজি করে। এসকল চাল তাও আবার নিম্মমানের যেটা খাওয়ার উপযোগী নয়। নাম প্রকাশে অনিচুক একাধিক সুবিধাভোগি একই রকম চাল নিয়ে নানান ক্ষোভ প্রকাশ করে বাড়ি চলে যান।এব্যাপারে ইউনিয়ন পরিষদের সিপিসি ও ১ওয়ার্ড ইউপি সদস্য আলী আহমদে সুবিধাভোগি অভিযোগ অস্বীকার করে বলেন, এসকল বিষয়ে চেয়ারম্যান ভালো জানেন এবং আমার সুবিধাভোগিদের গড়ে প্রতিমাসে ২৬ কেজি করে চাল দিয়েছি। ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, আমার সুবিধাভোগিদের ৩০ কেজি গমের পরিবর্তে বিভিন্নখরচ সহ গড়ে প্রতিমাসে ২৩ কেজি করে চাল দেওয়ার সিধান্ত হয়। তার চেয়ে যুদি চাল কম দেওয়া হয় সেটা দায়িত্বে থাকা সিপিসি ও ১ওয়ার্ড ইউপি সদস্য আলী আহমদে জানেন।
লালমোহনে ভিজিডির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....