bogra_map_sm_655861913

দৈনিকবার্তা-বগুড়া, ১২ জুলাই ২০১৫: রোববার দুপুরে বগুড়ার কাহালুতে চাঁদা তোলাকে কেন্দ্র করে ট্রাক ভাংচুর এবং চালককে মারপিটের প্রতিবাদে শ্রমিকেরা কাহালু-দরগাহাট সড়কের উপজেলা পরিষদের সামনে ট্রাক ব্যরিকেড দিয়ে প্রায় ১ ঘন্টা অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও জনসাধারণ দূর্ভোগে পড়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

পুলিশ মামলা নিয়ে চাঁদা বাজদের গ্রেফতার করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক কাহালু শাখার সহ-সভাপতি আজিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কাহালু চারমাথা এলাকায় কতিপয় ব্যক্তি ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ট্রাক চালক ফারুক হোসেন (২৫) এর নিকট চাঁদা না পেয়ে তাকে চাদাবাজেরা মারপিট করে এবং ট্রাকের গ্লাস ভাংচুর করে।

প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ এসে চাঁদা বাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ ব্যাপরে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডুর সাথে কথা বলা হলে তিনি জানান, এই ঘটনায় ট্রাক চালক ফারুক হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।