3676

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ১২ জুলাই: জাকাতের অর্থ নিজ উদ্যোগে না দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। রোববার সকালে ময়মনসিংহ শহরের কাচারীঘাট এলাকায় জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।মতিউর রহমান বলেন, শিগগিরই এ বিষয়ে ধর্মমন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হবে।

যাকাতের টাকা সরকারের যাকাত তহবিলে জমা দিতে ধণী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সরকারের যাকাত তহবিল থেকে যা সঠিক ভাবে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে।সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে গত ১০ জুলাই পদদলিত হয়ে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে সরকারি অনুদান বিতরণের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণকালে ধর্ম বিষয়ক মন্ত্রী একথা বলেন।শুক্রবার সকালে জেলা শহরে যাকাতের কাপড় বিতরণের সময় পদদলিত হয়ে ২৭ জন নিহত হয়।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা বন্ধ করার জন্য সরকার খুবই আন্তরিক। মতিউর বলেন, তার মন্ত্রণালয় শিগগিরই এই মর্মে একটি নতুন প্রজ্ঞাপন জারি করবে।মন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ টাকা হাজার করে বিতরণ করেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।এর আগে মন্ত্রী চরপাড়া ও আকুয়া এলাকার নিহতদের অনেকের বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।