দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুলাই ২০১৫: সুন্দরবন রক্ষাসহ ১২ দফা দাবিতে আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বামমোর্চা।এর আগে ৪ সেপ্টেম্বর সংগঠনের ঢাকাসহ সারাদেশের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে দেশের ৮টি বিভাগীয় শহরে এ বিষয়ে জনসভা করবে বামমোর্চা।শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক সাইফুল হক।১২ দফা কর্মসূচির মধ্যে-দেশে রাজনৈতিক দুশাসন মোকাবিলা, গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, গহণযোগ্য নির্বাচনের জন্য গণতান্ত্রিক পন্থায় নির্বাচন ব্যবস্থা, দমনপীড়ন, গুন, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি রোধ, ধানসহ কৃষি পণ্যের লাভসহ মূল্য নিশ্চিত করা, শ্রমজীবী ও মেহনতি মানুষের বাচার জন্য মজুরি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, অবিলম্বে সুন্দর ধংসকারী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ, সমতা অনুযায়ী তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ ১২ দফা কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।সাইফুল হক বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ক্ষমতায় বসে পঞ্চম ও ষষ্টদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রিক সংসদীয় স্বৈরতন্ত্রকে আরও জোরধার করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন,বিচার ব্যবস্থাসহ প্রাতিষ্ঠানিক দফতরে প্রধানমন্ত্রীর ছড়ি ঘুরানো আরও বৃদ্ধি পেয়েছে। ভারতের সঙ্গে যে ২২দফা চুক্তি হয়েছে এতে দেশের মানুষ আজ উদ্বিগ্ন।আওয়ামী লীগের দুশাসন ও বিএনপির পেট্রোল বোমা দেশে আতঙ্ক সৃষ্টি করছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সংগঠনের নেতার।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক আব্দুস সালম, মোশরেফা মিশু, শুভ্রাংশু চক্রবর্তী, ইয়াসিন মিয়া প্রমুখ।
সুন্দরবন রক্ষায় বামমোর্চার রোডমার্চ ১৬-১৮ অক্টোবর
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের...
এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫
বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি, দেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন- শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং...
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান। বছরের ৩৬৫ দিনের মধ্যে দুটি তারিখে পৃথিবীর দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে। এর একটি হলো ২১ মার্চ...
যেভাবে ৯ মাস মহাকাশে কাটিয়েছেন তারা
প্রায় নয় মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মঙ্গলবার রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল...