তরিকুল-ইসলাম

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুলাই ২০১৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামবিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর বারডেম হাসপাতালের হৃদরোগ ইউনিট ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সকাল ১০টার দিকে তরিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামএদিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টিমিক হার্ট ডিজিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত তরিকুল ইসলামকে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বহী (সিইও) ডা. এম এ রশিদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।হাসপাতাল সূত্র আরও জানায়, এই মুহর্তে তরিকুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা শুরু হবে।